Saturday, December 27, 2008

# জাতীয় সংসদ, আমাদের চোখ ক্যামেরার চোখ...


জাতীয় সংসদ, আমাদের চোখ ক্যামেরার চোখ...
রণদীপম বসু

জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ এর কাউন্ট ডাউন খুব দ্রুত শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। সব পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন প্রায়। যদিও কোথাও কোথাও কিছু অনিয়ম অপরাধের খবর কানে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত অবস্থার মধ্যে প্রবেশ করবো আমরা। সব নির্বাচনেই মানুষের মধ্যে অদ্ভুত কিছু আবেগের খেলা দেখা যায়। এবারেও আছে। তবে সব বিচারেই এবারের নির্বাচনে একটা বিশাল ভিন্নতা রয়েছে বলে মনে হয় অন্য যে কোন নির্বাচনের সাথে। নির্বাচনী প্রচার প্রচারণায় জোট মহাজোট দল প্রার্থী কর্মী সমর্থক ভোটার ও সাধারণ জনগণের বোধের জগতে নিশ্চয়ই এই ভিন্নতাগুলো রেখাপাত করেছে। অনেক প্রার্থী দল ও সমর্থকের নৈতিক ও আদর্শগত অবস্থান এবার অনেক বেশি পরিষ্কার ও স্পষ্ট হয়ে গেছে সবার কাছে। এক কান কাটা ও দু’কান কাটার পার্থক্যটাও চক্ষুষ্মাণ নাগরিকদের কাছে খোলাশা হয়ে যাওয়ার কথা। অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণের রায়ের অপেক্ষায় থাকা প্রধান প্রধান যে ইস্যুগুলো এবার মোটা দাগে লক্ষ্যণীয় হয়ে ওঠেছে তা হলো-
০১) সাম্প্রদায়িক রাজনীতি ও যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেয়া বনাম বর্জন করা
০২) দুর্নীতিগ্রস্ত লুটেরা মামদোবাজদের কাছে ফের নতিস্বীকার বনাম তাদেরকে প্রতিরোধের প্রত্যয় ঘোষণা করা
০৩) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার দায়বদ্ধতা বনাম স্বেচ্ছাচারিতার পরাকাষ্ঠা প্রদর্শনীর অনুমোদন করা
০৪) সমতাভিত্তিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারবোধকে উচ্চকিত করে পরিবর্তন আহ্বান বনাম পুরাতন গড্ডালিকায় ভেসে যাওয়ার অভ্যস্ততায় থেকে যাওয়া
০৫) এবং অর্থহীন বাকপটুতাসবর্স্ব বাগাড়ম্বরের অথর্বতা স্বীকার করে নেয়া বনাম নতুন আলোয় উদ্ভাসনের ভিশনারী প্রতিনিধি খুঁজে নেয়া।


এর বাইরে আরো অনেক অনেক পয়েণ্ট আসতে পারে এবং এগুলোর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ বিতর্কে অনেকেই পাতার পর পাতা ভরিয়েও ফেলতে পারেন। এ মুহূর্তে সে পথে না গিয়ে আমাদের মেধা মনন আর উপলব্ধির নিজস্ব ঘরে বিষয়গুলোকে শেষ মুহূর্তের ভাবনা হিসেবে নাড়াচাড়া করে দেখার জন্য তুলে নিয়ে আমরা বরং আসুন একটু সংসদ ভবন এলাকা থেকে ঘুরে আসি। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, কেন ঘুরে আসবো ? আমাদের কি আর কাজ কাম নেই ? উত্তরে এটুকুই বলবো, অবশ্যই আছে। তবে এই ঘুরে আসাটা এজন্যেই গুরুত্বপূর্ণ যে, জনপ্রতিনিধি বানিয়ে আমরা কাকে কোথায় কীভাবে কেন পাঠাচ্ছি তা অনুভব করতে আমাদের রাষ্ট্রীয় সমস্ত কর্মকাণ্ডের উৎসটাকে আবারো একটু ফিরে দেখা জরুরি নয় কি ?

কথায় বলে, শীতের দিনে সকাল ও বিকেল আছে, দুপুর নেই। তবুও দুপুর ভেবে খ্রীস্টিয় বড়দিনের যে সময়টাতে বেরিয়ে বিজয়সরণীর মোড় ঘুরে হাঁটছিলাম, তখন শেষ বিকেল। হালকা রোদ ও কুয়াশাচ্ছন্নতায় সংসদ ভবনের পেছনভাগটাকে ধোয়াশার মতো লাগছে। রাস্তার একপাশে জিয়া উদ্যান, অন্যপাশে সংসদ ভবন এলাকা। এমপি হোস্টেলের লাল দালানগুলো পেরিয়ে এগিয়ে যেতেই ঢলে পড়া সূর্যের আঁচ সরাসরি চোখে। পকেট থেকে বের করে ২ মেঃপিঃ মোবাইল ক্যামেরার চোখ সেদিকে তুলতেই চোখ ঝাঁজিয়ে গেলো। স্মৃতি ধরে রাখতে না পারার হতাশা ফের পকেটে পুরে জিয়া উদ্যানে ঢুকে পড়লাম।

ব্যক্তিগত অনুভবে তখন এক দোলাচলের খেলা। রাস্তার এপার আর ওপার, কী পরস্পরবিরোধী আয়োজন ! একদিকে সংসদ ভবন আমাদের আশা-ভরসার তীর্থভূমি ম্লান আলোয় নিথর, অন্যদিকে ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা হয়েও রাজনৈতিক জীবনে যুদ্ধাপরাধী ও ধর্মীয় মৌলবাদের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল জিয়ার মাজার সূর্যের আলোয় উজ্জ্বল ! চারদিকে ভ্রমনপিপাসুদের কোলাহল।

দু-একটা ক্লিক শেষে ফিরে আসতে আসতে সংসদ ভবনটার দিকে ফের ক্যামেরার চোখ তুলে ধরলাম। আর সূর্যের বিপরীতে দাঁড়িয়ে এক ব্যাখ্যাহীন দুঃখবোধ ভরে নিয়ে ফিরে চললাম।


এমপি হোস্টেল পেরোতে পেরোতে ভাবছি, এই চমৎকার স্থাপত্যগুলোর ভোগবিলাসের জন্য কি আবারো কিছু মদ্যপ নারীলুলোপ ভণ্ড প্রতারককে নির্বাচিত করে পাঠাবো আমরা ? ভেতরে সাধারণের প্রবেশাধিকার নেই। অথচ এই সাধারণেরা যাকে নির্বাচিত করবে সেই হবে এর যাচ্ছেতাই ভোগদখলের দাবীদার। কী চমৎকার ব্যবস্থা !


রাতে বাসায় ফিরে মোবাইল থেকে ছবিগুলো কম্প্যুটারে আপলোড করেই চোখ কপালে উঠে গেলো ! এ কী ! আমাদের চোখ আর ক্যামেরার চোখে দেখা এক নয় তবে ! এই বিষন্ন আধিতে দাঁড়িয়েই দেখুন না, কী এক উদ্ভাসিত আলোয় ঝলমল করছে সংসদ ভবন (উপরে প্রথম ছবিতে কিক করুন) ! এটা কি নতুন কোন আগামীর উদ্ভাসন, না কি পুরোটাই ফাঁকি !!!

[sachalayatan]

Sunday, December 21, 2008

[Click] ভুল করে একদিন...। ০৩। স্থাপত্য

।রণদীপম বসু।
.......


ছবি ০১: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী (পাশে গ্রামীণ ব্যাংক)। মিরপুর, ঢাকা।



ছবি ০২: হোটেল শেরাটন, ঢাকা।



ছবি ০৩: ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ। কাকরাইল, ঢাকা।



ছবি ০৪: জাতীয় জাদুঘর। শাহবাগ, ঢাকা।

Saturday, December 20, 2008

[Click] যদি হারিয়ে যায়...।০৭। পথ-ভাস্কর্য-ম্যুরাল

।রণদীপম বসু।
.......



ছবি ০১-০২: শাপলা চত্বর। ভাস্কর> ...। অবস্থান> মতিঝিল, ঢাকা।



ছবি ০৩: পথ-ভাস্কর্য। অবস্থান> হোটেল শেরাটন মোড় থেকে কাকরাইলমুখি মিন্টু রোড, ঢাকা।



ছবি ০৪: নূর হোসেন চত্বর। অবস্থান> জিরো পয়েন্ট, ঢাকা।



ছবি ০৫: ম্যুরাল। অবস্থান> গুলিস্থান, ঢাকা।



ছবি ০৬: ম্যুরাল। শিল্পী> শামীম শিকদার। অবস্থান> সীমানা-প্রাচীর, ফরেন সার্ভিস একাডেমী, ঢাকা।



ছবি ০৭: ম্যুরাল, মাওলানা ভাসানি। অবস্থান> রবিউদ্দিন গেট, জাতীয় হকি স্টেডিয়াম, গুলিস্থান, ঢাকা।



ছবি ০৮: বিজয় সরণীর মোড়। অবস্থান> শেরে বাংলা নগর, ঢাকা।

[Click] যদি হারিয়ে যায়...।০৬। ভাস্কর্য

।রণদীপম বসু।
.......




ছবি ০১-০৩: 'নগর-নিসর্গ' (সড়ক-দ্বীপ ভাস্কর্য)। অবস্থান> হোটেল শেরাটন-চত্বর, শাহবাগ, ঢাকা।







ছবি ০৪-০৭: সড়ক-দ্বীপ ভাস্কর্য। ভাস্কর> মৃনাল হক। অবস্থান> কাকরাইল মোড়, ঢাকা।




ছবি ০৮: সড়ক-দ্বীপ ভাস্কর্য। অবস্থান> গুলিস্থান, ঢাকা।




ছবি ০৯: নাম> বলাকা। অবস্থান> বাংলাদেশ বিমান অফিস চত্তর, মতিঝিল, ঢাকা।

[sachalayatan]

Thursday, December 18, 2008

# My wiki-photos / Ranadipam_Basu



My wiki-photos
Ranadipam Basu

------------------------
MEMORIALS AND SCULPTURES
------------------------

@ File:Shahid Sriti Stombho (Proposed).jpg
@ File:Martyr's List (Side View 1).jpg
@ File:Martyr's List (Side View 2).jpg
@ File:Shoparjito Shadhinota.jpg
@ File:Raju Bhashkorjo.jpg
@ File:Sculpture Near Udayan School.jpg

@ File:Oporajeyo Bangla.jpg
@ File:52 to 71.jpg

@ File:Duranta (Rear View).jpg
@ File:Moder Gorob.jpg
@ File:Duranta (Front View).jpg
@ File:Nur Hosain (Proposed).jpg
@ File:Doyel Chattar.jpg
@ File:Kazi Nazrul Islam's Mural.jpg
@ File:Shikkha Odhikar.jpg
@ File:Porichinton.jpg
@ File:Kodom Foyara.jpg
@ File:Shilpi Abbas Uddin Smrity Chattar.jpg
@ File:Nogore Nisorgo.jpg
@ File:Nogore Nisorgo (Sied View 1).jpg
@ File:Nogore Nisorgo (Side View 2).jpg
@ File:Kakrail Road Island Sculpture (Side View 1).jpg
@ File:Kakrail Road Island Sculpture (Side View 2).jpg
@ File:Kakrail Road Island Sculpture (Side View 3).jpg
@ File:Kakrail Road Island Sculpture (Side View 4).jpg


------------------------
BODDHYOBHUMI MEMORIALS
------------------------
# Intellectual Martyrs Memorial

@ File:Intelectual Martyrs Memorial, Mirpur.jpg
@ File:Entrance Of Intellectual Martyrs Memorial.jpg
@ File:Martyrs Comon Grave Of Intellectual Martyrs Memorial (Side View 1).jpg
@ File:Martyrs Comon Grave Of Intellectual Martyrs Memorial (Side View 2).jpg
@ File:Martyr Bir Shreshto Flt. Lft. Matiur Rahman's Grave.jpg
@ File:Intellectual Martyrs Memorial (Side View 3).jpg
@ File:Lake Beside Intellectual Martyrs Memorial.jpg
@ File:Martyrs Comon Grave Of Intellectual Martyrs Memorial.jpg
@ File:Intelectual Martyrs Memorial Stone.jpg
@ File:Intelectual Martyrs Memorial (Side View 1).jpg
@ File:Intelectual Martyrs Memorial (Side View 2).jpg

# Rayer Bazar Boddhyobhumi

@ File:RayerBazar Boddhyobhumi (Partial View-1).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-2).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-3).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-4).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-5).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-6).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-7).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-8).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-9).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-10).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-11).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-12).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-13).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-14).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-15).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-16).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-17).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-18).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-19).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-20).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-21).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-22).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-23).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-24).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-25).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-26).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-27).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-28).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-29).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-30).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-31).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-32).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-33).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-34).jpg
@ File:RayerBazar BoddhyoBhumi (Partial View-35).jpg

------------------------
ARCHITECTURES
------------------------
@ File:Jatiya Press Club.jpg
@ File:Bangladesh Bank Training Academy.jpg
@ File:High Court Majar.jpg
@ File:Charukala Institute.jpg
@ File:Gurudwara Nanak Shahi, Dhaka.jpg
@ File:TSC.jpg
@ File:Bangladesh Shishu Academy.jpg
@ File:Burdwan House.jpg
@ File:Carzan Hall.jpg




------------------------
LIFE AND LIVINGS
------------------------
@
@
@
@
@


------------------------
[Author: Ranadipam Basu]

.

Monday, December 15, 2008

[Click] যদি হারিয়ে যায়...।০৫। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

।রণদীপম বসু।
.......

নাম> শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ। নক্সা নির্মাণ> স্থপতি মোস্তফা হারুণ কুদ্দুস। নির্মাণ সাল> ১৯৭২। উদ্বোধন> জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২২ ডিসেম্বর ১৯৭২। অবস্থান> মিরপুর, ঢাকা।








ছবি ০১-০২-০৩-০৪: মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল স্তম্ভ। (বিভিন্ন দূরত্ব থেকে তোলা)





ছবি ০৫-০৬: পাশ থেকে তোলা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূলস্তম্ভ।


ছবি ০৭: গণকবর।





ছবি ০৮-০৯: শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।



ছবি ১০: বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান এর স্মৃতিস্তম্ভ। নকশা প্রণয়ন> স্থপতি মো: আসিফুর রহমান ভূঁইয়া। অবস্থান: বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা।



ছবি ১১: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার প্রবেশমুখ।

[sachalayatan]

Saturday, December 13, 2008

[Click] যদি হারিয়ে যায়...।০৪।

।রণদীপম বসু।
........


ছবি ০১: নাম> 'পন্ড'(সম্ভাব্য)। ভাস্কর> দীপন চৌধুরী। অবস্থান> চারুকলা ইন্সটিটিউট চত্বর।




ছবি ০২: নাম> ...। ভাস্কর> হামিদুজ্জামান। অবস্থান> চারুকলা ইন্সটিটিউট চত্বর।




ছবি ০৩: নাম> ...। ভাস্কর> ...। অবস্থান> চারুকলা ইন্সটিটিউট চত্বর।




ছবি ০৪: নাম> ...। ভাস্কর> ...। অবস্থান> চারুকলা ইন্সটিটিউট চত্বর।




ছবি ০৫: 'নাম> ম্যান এন্ড ওম্যান'(সম্ভাব্য)। ভাস্কর> আইভি জামান। অবস্থান> চারুকলা ইন্সটিটিউট চত্বর।

[Click] সময় চলে যায়...।০২। মিরপুর শাহ আলী মাজার

।রণদীপম বসু।
........