
। প্রান্তিকের জন্ম দিনে।
রণদীপম বসু
মানুষ ছোট্ট হতে পারে, মনটা তাঁর হতে হয় অনেক বড়।
মুক্ত-ডানার পাখি হয়ে আকাশের চাবিটাকে খুঁজে খুঁজে
একদিন তুমিও হয়ে ওঠো অনেক অনেক অনেক বড়।
প্রান্তিক দীপম, তোমার শুভ জন্মদিনে আজ এই কামনা।
----------------------------
[sachalayatan]
[somewherein|chotoder somewherein]
No comments:
Post a Comment